মাসাতো কান্ডা এডিবির নতুন প্রেসিডেন্ট
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) নতুন প্রেসিডেন্ট হিসেবে মাসাতো কান্ডাকে নির্বাচিত করেছে। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন। এডিবির বোর্ড অব গভর্নরস তাকে সর্বসম্মতিক্রমে ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
মাসাতো কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অর্থায়ন ও সামষ্টিক-অর্থনীতিতে। তিনি জাপানের অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন উচ্চপদে কাজ করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক বিষয়ক অর্থমন্ত্রীর সহ-সভাপতির পদ অন্যতম।
এডিবির বোর্ড অব গভর্নরস আশা করছে, তার আন্তর্জাতিক অর্থায়নের অভিজ্ঞতা ব্যাংকটিকে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে এবং সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বোর্ড অব গভর্নরসের চেয়ার ফ্যাবিও প্যানেটা বলেন, মাসাতো কান্ডার নেতৃত্বে এডিবি নতুন মাত্রায় উন্নয়ন সাধন করবে।