আশিকি থ্রি’ নিয়ে আলোচনা: কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি থাকছেন কি?
‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস তুঙ্গে। ২০১৩ সালে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত ‘আশিকি টু’ বক্স অফিসে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। এরপর কেটে গেছে এক দশক, আর এবার অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি থ্রি’ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
‘আশিকি থ্রি’-তে কার্তিক আরিয়ানের বিপরীতে তৃপ্তি দিমরির থাকার কথা শোনা গেলেও, সম্প্রতি তাকে নিয়ে বেশ কিছু বিতর্কিত আলোচনা চলছে। তৃপ্তি দিমরি গত কয়েক বছরে সাহসী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভিন্ন মাত্রার পরিচিতি পেয়েছেন, বিশেষ করে ‘অ্যানিম্যাল’ ছবিতে তার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। এর ফলে নির্মাতারা ধারণা করছেন, তাকে সহজ-সরল নায়িকার চরিত্রে দর্শক মেনে নিতে নাও পারেন। এ কারণেই তৃপ্তিকে বাদ দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে।
তবে নির্মাতা অনুরাগ বসু এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এই খবরের মধ্যে কোনো সত্যতা নেই। তৃপ্তি নিজেও বিষয়টি জানে।”
নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হতে পারে ছবির শুটিং।
গল্প, সুর, এবং সহজ-সরল নায়িকার সংমিশ্রণ ছিল ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সফলতার মূল চাবিকাঠি। এবার কার্তিক আরিয়ান ও তার বিপরীতে যিনি থাকবেন, তাদের রসায়ন কেমন হয় তা নিয়ে ভক্তরা অপেক্ষায় রয়েছেন।
‘আশিকি থ্রি’ কি তার আগের দুই ছবির মতোই দর্শকদের হৃদয়ে জায়গা করতে পারবে? এই প্রশ্নের উত্তর মিলবে হয়তো খুব শিগগিরই।