রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৪

এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৪, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

৩ জানুয়ারি ছিলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তবে এই দিনেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকা সোহেল তাজ সম্প্রতি ফের আলোচনায় আসেন। বিশেষ করে তাঁর সাত বিয়ে নিয়ে সমালোচনা শুরু হলে, তিনি ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খোলেন। সেই সময় তিনি আওয়ামী লীগ নিয়ে তার মন্তব্যও শুরু করেন।

৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সোহেল তাজ তাঁর ফেসবুক পোস্টে জানিয়ে দেন যে, আশরাফের মৃত্যুর পর তাঁর জানাজা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল। সোহেল তাজের দাবি, “সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন।” তিনি আরও জানান, শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, “ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?”

এ বিষয়ে সোহেল তাজ আরও লিখেন, “ওবায়দুল কাদের তখন কাচুমাচু করে বলেছিলেন, নেতাকর্মীরা আশরাফ ভাইকে অনেক পছন্দ করে এবং তাঁদের দাবি না মানলে পরিস্থিতি সামলানো যাবে না।”

এছাড়া, সোহেল তাজ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বলেন, “আশরাফ ভাইকে শাপলা চত্বরে দোষারোপ করা ঠিক নয়, সব সিদ্ধান্ত উপরে থেকেই আসে।” তিনি আরও বলেন, “গণহত্যা, গুম, খুন, নির্যাতনকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি।”

সোহেল তাজের এই পোস্ট তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি আবারও আওয়ামী লীগ এবং দলের নেতাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ