শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| রাত ৮:২০

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেফতার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেফতার

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাজধানীর নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক করার পর তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু জানান, গত ২৩ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচজনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী হিসেবে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমিনকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতারে অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আমিন দীর্ঘদিন ধরে আজিমপুর কবরস্থানে প্রভাব বিস্তার করে বিভিন্ন অসাধু কার্যক্রমে জড়িত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, কবরস্থান ব্যবহারের জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতেন। এসব অভিযোগের সত্যতা পেয়ে সেনাবাহিনী অভিযানে নামে।

গ্রেফতারের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, আমিনের মতো ব্যক্তিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন আরও তৎপর হতে হবে। তারা আরও জানান, আমিনের চাঁদাবাজির কার্যক্রমে অনেক সময় কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।

এ প্রসঙ্গে লালবাগ থানার পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা স্থানীয়দের সহযোগিতায় এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এদিকে, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ গ্রেফতারের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মামলাটি তদন্তাধীন রয়েছে, এবং দ্রুতই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত