রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৪৫

মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান

মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান

মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে নতুন যুদ্ধবিমানের উড্ডয়নের দৃশ্য চমক সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চেংডু শহরের আকাশে অত্যাধুনিক এই যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এটি ‘পঞ্চম প্রজন্মের’ হলেও কেউ কেউ একে ‘ষষ্ঠ প্রজন্মের’ বিমান হিসেবে চিহ্নিত করছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিমানটি উন্নত স্টিলথ প্রযুক্তি এবং সহনশীলতার ক্ষমতা ধারণ করে। ডিজাইনে লেজবিহীন কাঠামো এবং রাডার সনাক্তকরণ এড়ানোর বৈশিষ্ট্য রয়েছে। এর আনুষ্ঠানিক নাম এখনও প্রকাশ করা হয়নি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে।

চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের জন্মদিনের সঙ্গে এই বিমান উড্ডয়নকে অনেকেই তার প্রতি শ্রদ্ধা হিসেবে দেখছেন। এছাড়া চীনের সামরিক আধুনিকায়নের ধারাবাহিকতায় এটি নতুন একটি মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহাম বলেছেন, নতুন এই নকশাগুলো চীনের এভিয়েশন শিল্পের উদ্ভাবনী ক্ষমতার প্রতিফলন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আত্মতুষ্টি ঝেড়ে ফেলে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে “নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স” (এনজিএডি) প্রোগ্রামের অধীনে ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ইউরোপ ও এশিয়াও এ ধরনের উন্নত যুদ্ধবিমান তৈরিতে মনোনিবেশ করেছে।

চীনের জে-২০ এবং জে-৩৫ স্টিলথ জেটের ক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ইতিমধ্যে আলোচনা চলছে। নতুন এই বিমানগুলো কতটা কার্যকর, তা নিয়ে এখনও পরিপূর্ণ তথ্য জানা যায়নি। তবে এটি চীনের সামরিক সক্ষমতার ক্রমবর্ধমান উন্নয়নের আরেকটি উদাহরণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত