রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৫

রাহুলের বিরুদ্ধে বিজেপির এফআইআর, পাল্টা অভিযোগ কংগ্রেসের

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

রাহুলের বিরুদ্ধে বিজেপির এফআইআর, পাল্টা অভিযোগ কংগ্রেসের

ভারতের পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিজেপি এমপি অনুরাগ ঠাকুর ও বাঁশুরি স্বরাজ দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এ অভিযোগ দায়ের করেন।

বিজেপি অভিযোগ করেছে, রাহুল গান্ধীর ধাক্কায় এমপি প্রতাপ ষড়ঙ্গীর মাথায় ব্যথা লেগেছে এবং আরও এক এমপি আহত হয়েছেন।

এদিকে কংগ্রেস লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে পাল্টা অভিযোগ করেছে, রাহুল গান্ধীকে পার্লামেন্টের প্রবেশদ্বারে আটকানো এবং ধাক্কা দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এফআইআরকে ‘সম্মানের ব্যাজ’ আখ্যা দিয়ে এটিকে রাহুলের বিরুদ্ধে ‘বিমুখী কৌশল’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবাসাহেব আম্বেদকরকে ঘিরে বিতর্কিত মন্তব্যের পরই এ উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা আইসিইউতে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ