রবিবার, ১৮ই মে, ২০২৫| সকাল ৬:০৭

জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬’-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ পথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো দাবিদাওয়া আদায়ের ক্ষেত্রে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, এর আগের রাত থেকে শুরু করে বৃহস্পতিবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বৃষ্টির মধ্যেও অবস্থান চালিয়ে যান। শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার পুলিশের হামলার ঘটনা ও দীর্ঘদিনের আবাসন সংকটসহ তিন দফা দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি