রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি, থানায় মামলা
ভারতের রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের মাধ্যমে। অভিযোগ উঠেছে, লোকসভায় প্রবেশের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি মাথায় আঘাত পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। এ ঘটনায় বিজেপি পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে।
অন্যদিকে, কংগ্রেস এ ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছে। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে এবং ধাক্কাধাক্কি করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত বিজেপি সংসদ সদস্য চন্দ্র প্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধী এসে একজন এমপিকে ধাক্কা দেন। সেই এমপি পড়ে গিয়ে তার ওপর আঘাত করেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রহ্লাদ যোশীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা আহত এমপিকে হাসপাতালে গিয়ে দেখেছেন।
রাজ্যসভায় বিজেপি নেতা কিরেণ রিজিজু রাহুল গান্ধীর আচরণের কড়া সমালোচনা করে বলেন, “সংসদ কুস্তির আখড়া নয়। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে।”
অন্যদিকে, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও কে সুরেশ বলেছেন, রাহুল গান্ধীকে হাউসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে তাকে অবরুদ্ধ করা হয়। রাহুল নিজে দাবি করেন, তাকে হুমকি ও ধাক্কা দেওয়া হয়েছে।
ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।