রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫৯

ইতিহাসের এই দিনে (১৪ ডিসেম্বর, ২০২৪)

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৪, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
ইতিহাসের এই দিনে (৭ জানুয়ারি ২০২৫)

ইতিহাসের এই দিনে (১৪ ডিসেম্বর, ২০২৪)

ঘটনাবলি

  • ১১২৪ – থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।
  • ১৫৬৮ – রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হন।
  • ১৯১১ – নরওয়েজীয় অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন প্রথমবার দক্ষিণ মেরুতে পা রাখেন।
  • ১৯৪৬ – জাতিসংঘ নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।
  • ১৯৭১ – মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
  • ১৯৯৫ – প্যারিসে বসনীয় শান্তিচুক্তি (ডেইটন চুক্তি) স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৬ – বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

জন্ম

  • ১৫০৩ – নসট্রাদামুস, ফরাসি জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তা।
  • ১৯১২ – হেমাঙ্গ বিশ্বাস, সঙ্গীতশিল্পী ও সুরকার।
  • ১৯২৪ – রাজ কাপুর, বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
  • ১৯৫৪ – মাকসুদুল আলম, বাংলাদেশী জিনতত্ত্ববিদ।

মৃত্যু

  • ১৯৭১
    • মহিউদ্দীন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ।
    • শহীদুল্লাহ কায়সার, লেখক।
    • মুনীর চৌধুরী, ভাষাবিজ্ঞানী।
    • আনোয়ার পাশা, কবি ও সাহিত্যিক।
    • সেলিনা পারভীন, সাংবাদিক।

ছুটি ও অন্যান্য

  • শহীদ বুদ্ধিজীবী দিবস (বাংলাদেশ): জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন।
মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ