রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫২

সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৩, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের লাগাতার হামলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়ায় ৪৮ ঘণ্টায় পাঁচ শতাধিক হামলা চালানোর ঘটনায় এ আহ্বান জানান তিনি।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের এই হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল বাফার জোন চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েল সেনা মোতায়েন করেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক সংবাদ সম্মেলনে বলেন, “সিরিয়ায় ইসরায়েলের হামলায় মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সহিংসতা বন্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।” তিনি চুক্তির লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বাফার জোনের অসামরিকীকরণের প্রয়োজনীয়তা পুনরায় উল্লেখ করেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, হামলায় সিরিয়ার নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা, অস্ত্র ডিপো এবং সামরিক কাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের নৌবাহিনী দুটি নৌঅবকাঠামো এবং বেশ কয়েকটি নৌযান ধ্বংস করেছে।

এ ঘটনায় ফ্রান্স, ইরান, মিশর, তুরস্কসহ একাধিক দেশ ইসরায়েলের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা সিরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক সংকটকে জটিল করে তুলবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ