বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫| সকাল ৬:৩৫

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৫ জন নিহত, নিহতদের মধ্যে এক সপ্তাহ বয়সী শিশু

প্রতিবেদক
staffreporter
মে ২১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৫ জন নিহত, নিহতদের মধ্যে এক সপ্তাহ বয়সী শিশু

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৫ জন নিহত, নিহতদের মধ্যে এক সপ্তাহ বয়সী শিশু

দখলদার ইসরায়েলের টানা আগ্রাসনে গাজা উপত্যকায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার রাত থেকে বুধবার (২১ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এমনকি মাত্র এক সপ্তাহ বয়সী একটি শিশুও ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সাত মাসে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে, আর এর বেশিরভাগই শিশু ও নারী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতকাল গাজায় তারা ১১৫টি হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামাসের বিভিন্ন ঘাঁটি ও সামরিক স্থাপনায় চালানো হয়। কিন্তু বাস্তবে এসব হামলায় যেসব মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু, যাদের সঙ্গে কোনো সামরিক সংযোগ নেই।

এরই মধ্যে আন্তর্জাতিক মহলের চাপের মুখে গত সোমবার থেকে সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে তা অত্যন্ত অপ্রতুল। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার’ জানিয়েছে, এই ত্রাণ প্রক্রিয়া বাস্তবে এক ধরনের প্রতারণা। কারণ এত অল্প ত্রাণ দিয়ে গাজার জনগণের ক্ষুধা ও চিকিৎসার চাহিদা পূরণ অসম্ভব।

সংস্থাটি বলেছে, ইসরায়েল চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি ভুল চিত্র তুলে ধরতে, যাতে মনে হয় তারা মানবিক সহায়তা দিচ্ছে। অথচ বাস্তবে সাধারণ মানুষের হাতে এসব সহায়তা এখনো পৌঁছায়নি।

চলতি বছরের জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি হলেও ২ মার্চ ইসরায়েল তা লঙ্ঘন করে গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে আড়াই মাস ধরে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। সাম্প্রতিক কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য।

গাজায় খাদ্য, পানি ও ওষুধের ভয়াবহ সংকটের মধ্যে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু শিশু অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত