বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫| রাত ১:৪৬

ভারতের মথুরায় ৯০ বাংলাদেশি আটকের দাবি

প্রতিবেদক
staffreporter
মে ১৭, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
ভারতের মথুরায় ৯০ বাংলাদেশি আটকের দাবি

ভারতের মথুরায় ৯০ বাংলাদেশি আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন এমন অভিযোগে শুক্রবার (১৬ মে) মথুরার নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান, অভিযানের সময় স্থানীয় কয়েকটি ইটভাটায় তল্লাশি চালিয়ে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশের দাবি, ওই ব্যক্তিরা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে মথুরায় প্রবেশ করেন। আটকদের কাছ থেকে বেশ কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মথুরায় নিয়ে আসার পেছনে যেসব ঠিকাদার ও সহযোগী রয়েছেন, তাদের খোঁজ চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং আরও তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত