৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশ
বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এ ভূমিকম্প ঘটে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১৫ কিলোমিটার গভীরে।
তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিছু ঘরবাড়িতে ফাটল ধরা ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও এখনও আসেনি। দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পটি গভীরে হওয়ায় এর প্রভাব সীমিত ছিল এবং এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভৌগলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত। এখানে ইউরেশীয় ও প্রশান্ত প্লেটসহ একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল থাকায় দেশটি ভূমিকম্পপ্রবণ। তাছাড়া, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার ফলে দেশটির জনগণকে প্রায়ই ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি হতে হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি