বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫| ভোর ৫:১০

ভির্টজ ও রদ্রিগোকে দলে টানতে বড় পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি

প্রতিবেদক
staffreporter
মে ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
ভির্টজ ও রদ্রিগোকে দলে টানতে বড় পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি

ভির্টজ ও রদ্রিগোকে দলে টানতে বড় পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি

নামের পাশে ফিনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিমালার শতাধিক অভিযোগ থাকলেও, দলবদলের বাজারে ম্যানচেস্টার সিটিকে থামিয়ে রাখার সাধ্য কারও নেই। জুন মাসে শুরু হতে যাওয়া নতুন ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে যখন ইউরোপের ক্লাবগুলো নড়েচড়ে বসছে, তখন নীরবতায় থেকেও চমক প্রস্তুত করছে ইংলিশ জায়ান্টরা।

স্কাই স্পোর্টসমার্কা জানিয়েছে, এই গ্রীষ্মে বড় ধরণের দলবদলের জন্য প্রস্তুত হচ্ছে সিটি। তাদের টার্গেট দুই সময়ের আলোচিত তারকা—বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো

ভির্টজকে দলে টানার দৌড়ে হঠাৎই যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। যেখানে আগে থেকেই ফেভারিট ছিল বায়ার্ন মিউনিখ। তারা ভির্টজকে পেতে ১২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি ও সমপরিমাণ বেতনের একটি বিশাল প্রস্তাব দেয়, যা মিলিয়ে ২৫০ মিলিয়ন ইউরো। কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনা চূড়ান্ত হয়নি। এমন অবস্থায় জার্মান পত্রিকা বিল্ড জানায়, ভির্টজের বাবা-মা ইংল্যান্ডে গিয়েছেন সিটির সঙ্গে আলোচনার জন্য। অন্যদিকে, লেভারকুসেনও চায় না ভির্টজকে বায়ার্নের মতো প্রতিদ্বন্দ্বীর হাতে তুলতে দিতে। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় গার্দিওলার সিটি।

এদিকে রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগোকে দলে নেওয়ার পরিকল্পনাও করছে ম্যানসিটি। ভিনিসিয়ুস, এমবাপে, বেলিংহামদের ছায়ায় পড়ে যাওয়া রদ্রিগো নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। তরুণ তারকা আর্দা গুলার দারুণ ফর্মেও চাপ বাড়ছে ব্রাজিলিয়ানের ওপর।

২০২৪ সালেই রদ্রিগোকে পেতে প্রস্তাব দিয়েছিল ম্যানসিটি, কিন্তু তখন সেটি প্রত্যাখ্যান করেন তিনি। তবে এবার ফের নতুনভাবে আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি। ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা এই খেলোয়াড়ের ভক্ত গার্দিওলা, তাই তাকে দলে টানতে আবার মাঠে নামছে সিটি।

রদ্রিগোর বর্তমান রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো হলেও তাকে পেতে কমপক্ষে ৮৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। তবে রিয়াল মাদ্রিদও নতুন খেলোয়াড়দের দলে টানতে চায়, এজন্য প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও রদ্রিগোকে বিক্রি করতে পারে তারা।

সব মিলিয়ে, চলতি গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে বড়সড় কাঁপুনি দিতেই যেন প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ