মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫| দুপুর ২:৪৫

ভবিষ্যতের প্রযুক্তির জন্য বিশেষ চিপ তৈরি করছে অ্যাপল

প্রতিবেদক
staffreporter
মে ১২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
ভবিষ্যতের প্রযুক্তির জন্য বিশেষ চিপ তৈরি করছে অ্যাপল

ভবিষ্যতের প্রযুক্তির জন্য বিশেষ চিপ তৈরি করছে অ্যাপল

প্রযুক্তি বিশ্বে নতুন চমক নিয়ে আসছে অ্যাপল। স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ ধরনের চিপ নির্মাণে ব্যস্ত রয়েছে প্রতিষ্ঠানটি। এই চিপগুলো ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে তাদের নতুন উদ্যোগের অংশ, যার মাধ্যমে অ্যাপল তাদের ডিভাইসগুলো আরও উন্নত, স্মার্ট ও স্বয়ংক্রিয় করতে চায়।

স্মার্ট গ্লাসের জন্য অ্যাপল যে চিপ তৈরি করছে, সেটি খুবই কম শক্তি ব্যবহার করে কার্যক্রম চালাতে পারবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাপল ওয়াচে ব্যবহৃত লো-পাওয়ার প্রযুক্তি, যার ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে গ্লাসটি ব্যাটারি চার্জ না দিয়েই ব্যবহার করতে পারবেন।

‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের আওতায়, নতুন চিপগুলোর মাধ্যমে আইফোন, ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হবে। এসব চিপের সাহায্যে চালু হবে উন্নত ফিচার যেমন—নোটিফিকেশনের সারাংশ তৈরি, ই-মেইল পুনর্লিখন, এবং চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগের সুবিধা। এর ফলে অ্যাপলের ডিভাইসগুলো আগের তুলনায় আরও বুদ্ধিমান ও কার্যকর হয়ে উঠবে।

অ্যাপল ইতোমধ্যে ইন্টেল প্রসেসর বাদ দিয়ে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার শুরু করেছে এবং এ ক্ষেত্রেও বিশাল সাফল্য পেয়েছে। নতুন এম-সিরিজ চিপের মাধ্যমে আইম্যাক ও ম্যাকবুকে তারা শক্ত অবস্থান তৈরি করেছে। এছাড়া চলতি বছরের শুরুতে প্রকাশিত অ্যাপলের নিজস্ব মডেম চিপ ভবিষ্যতের আইফোনে আরও বেশি স্বাধীনতা ও কাস্টমাইজেশনের সুযোগ এনে দেবে বলে বিশ্লেষকদের মত।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের এই নতুন চিপগুলোর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করা। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এআই নির্ভর সেবায় নিজেদের তৈরি হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যারের নিখুঁত সমন্বয় নিশ্চিত করতে চায় অ্যাপল।

রয়টার্সের তথ্যমতে, ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যাপল ইতিমধ্যেই চিপ উন্নয়নে বড় বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত, সব ক্ষেত্রেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ