মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫| দুপুর ১:০০

ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৮ মে পর্যন্ত

প্রতিবেদক
staffreporter
মে ১২, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৮ মে পর্যন্ত

ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৮ মে পর্যন্ত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন বিভাগে। গত ১০ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ১৮ মে ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকায় এবং চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে: https://www.bracbank.com

আগ্রহী প্রার্থীদের ১৮ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ