শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১৪

২৭ সংগঠনের সঙ্গে বসল ছাত্রদল, দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৬, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

২৭ সংগঠনের সঙ্গে বসল ছাত্রদল, দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ৫ ডিসেম্বর ২৭টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করে। তবে এ বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় গ্লোরিয়াস পার্টি সেন্টারে শুরু হওয়া সভাটি রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে। সভায় শিবিরের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করেছেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছাত্রনেতারা জানান, বৈঠকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রধান ছিল জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান এবং কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদর বিরুদ্ধে লড়াই করেছে, তাদের নিয়ে আলোচনা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক সংগঠন মনে করে না, তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল, আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি