ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/১ এর সমাপনী অনুষ্ঠিত
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ক্যাপস্টোন কোর্স ২০২৫/১ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৮ মে) মিরপুর সেনানিবাসে অবস্থিত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্য এই কোর্সটি গত ২০ এপ্রিল শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি কোর্সে অংশগ্রহণকারী ৩২ জন ক্যাপস্টোন ফেলোর মধ্যে সনদপত্র বিতরণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট ব্যক্তিত্ব।
প্রধান অতিথি তাঁর ভাষণে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং বলেন, একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে সুসংহত নেতৃত্ব প্রদানে ভূমিকা রাখবেন।
ক্যাপস্টোন ফেলোদের উদ্দীপনা ও সৃজনশীল চিন্তাধারার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তারা পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জনকল্যাণে কাজ করবেন।
এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক তাঁর বক্তব্যে কোর্সটির গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তার বিকাশে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, এই কোর্সে ফেলোদের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত নেতৃত্বের মাঝে সেতুবন্ধ তৈরি করেছে এবং কলেজের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে ক্যাপস্টোন কোর্স কৌশলগত সচেতনতা, মননশীল চিন্তাভাবনা এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্য, স্টাফ অফিসার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।