বুধবার, ১৪ই মে, ২০২৫| সন্ধ্যা ৬:৫৩

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, গোলাবর্ষণে নিহত বহু

প্রতিবেদক
staffreporter
মে ৭, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, গোলাবর্ষণে নিহত বহু

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, গোলাবর্ষণে নিহত বহু

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে গোলাবর্ষণের ঘটনায় ভারতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের সেনাবাহিনী ভারত সীমান্তসংলগ্ন পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় কামানের গোলা ছোড়ে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এই গোলাবর্ষণ ঘটে এমন এক সময়, যখন ভারত কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান চালায়। মাত্র ২৫ মিনিটের মধ্যে ভারতীয় বাহিনী অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার ফলে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছে।

এই হামলা-পাল্টা হামলার পর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এতে ভারত-শাসিত কাশ্মিরে আরও অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত এখন পর্যন্ত তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এই অবস্থায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বুধবার এক জরুরি বৈঠক করে। সেখানে সেনাবাহিনীকে ভারতের হামলার জবাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ