নজরুল-সঙ্গীত ও গবেষণায় অবদান রাখায় চারজন পাচ্ছেন নজরুল পুরস্কার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত ‘নজরুল-পুরস্কার’ এবার দুই বছরের জন্য চার গুণীজনকে প্রদান করা হচ্ছে। সোমবার ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে ‘নজরুল-পুরস্কার নীতিমালা ২০২৪’ অনুসারে ২০২৩ ও ২০২৪ সালের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে।
নজরুল-পুরস্কার ২০২৩ পেয়েছেন দুইজন। নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও নজরুল গবেষক প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে এবং নজরুল-সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক রুমী আজনবীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, নজরুল-পুরস্কার ২০২৪ পাচ্ছেন নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং নজরুল কবিতা আবৃত্তিতে অবদানের জন্য সিনিয়র অ্যাডভোকেট ও আবৃত্তিকার নাসিম আহমেদ।
প্রতি বছর এই পুরস্কারের অংশ হিসেবে পুরস্কারপ্রাপ্তদের রৌপ্য পদক, দুই লাখ টাকা অর্থমূল্য এবং একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। আগামী ২৫ মে জাতীয় পর্যায়ে উদযাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নজরুল-পুরস্কার।