সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। শনিবার সকাল ৯টার দিকে এ সমাবেশ শুরু হয় এবং এটি বেলা ১টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সমাবেশে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখছেন।
এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। ‘নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল’, ‘শাপলা ট্রাজেডি ও আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচার’সহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম।
সমাবেশের আগের দিন, শুক্রবার (২ মে) বিকেলে হেফাজতের শীর্ষ নেতারা মঞ্চ এবং সমাবেশস্থল পরিদর্শন করেন। তারা দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন