হেফাজতে ইসলামের মহাসমাবেশে জনস্রোত, সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা
নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশ ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ জড়ো হন।
সমাবেশ সকাল ৯টা থেকে শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই নেতাকর্মীদের সমাগম শুরু হয়। সমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরছেন এবং এসব দাবিকে দেশের ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষা হিসেবে তুলে ধরছেন।
এর আগে, শুক্রবার বিকেলে হেফাজতের শীর্ষ নেতারা মঞ্চ ও সমাবেশস্থল পরিদর্শন করেন। তারা এ সময় দেশবাসীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। নেতারা আশা প্রকাশ করেন, এই মহাসমাবেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং সংশ্লিষ্ট মহলে ধর্মীয় জনগোষ্ঠীর মনোভাব পৌঁছাবে।
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে এবং আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।