হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করতে উত্তরায় গণমিছিল ও সমাবেশ
আসন্ন মহাসমাবেশ সফল করতে রাজধানীর উত্তরায় গণমিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই মহাসমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুর আমির কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে কুরআন বিরোধী কোনো আইন পাশ হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো কুরআনবিরোধী আইন পাশের উদ্যোগ নেওয়া হয়, তা হবে আমাদের রক্তের বিনিময়ে। তিনি নারী কমিশনের প্রস্তাবসহ সব ধরনের কুরআনবিরোধী প্রস্তাবনা বাতিলের দাবি জানান এবং দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী। সভাপতিত্ব করেন উত্তরা জোনের আহ্বায়ক আল্লামা নাজমুল হাসান কাসেমী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মুহিউদ্দীন মাসুম, কেন্দ্রীয় সহ আইনবিষয়ক সম্পাদক আনীসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি বখতিয়ার হুসাইন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাদানী, মুফতি মুহসিনুল হাসান, মুফতি ফয়জুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই দিন মেঘনা উপজেলায় সংগঠনের পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ করা হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মেঘনা উপজেলা হেফাজতের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন।