‘সিগনালগেট’ কেলেঙ্কারির জেরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন, দায়িত্বে মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে সাময়িকভাবে দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি একইসঙ্গে আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২ মে) এই তথ্য জানিয়েছে।
ওয়াল্টজকে সরিয়ে তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তবে এই মনোনয়ন বাস্তবায়নে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে, যা নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ওয়াল্টজ সম্প্রতি একটি ‘সিগনাল’ গ্রুপ চ্যাটে ভুলবশত এক সাংবাদিককে যুক্ত করেন, যেখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছিল। এই ‘সিগনালগেট’ কেলেঙ্কারির জেরে জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার নেতৃত্ব নিয়েও সমালোচনা হয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াল্টজের প্রশংসা করে বলেন, “মাঠে ইউনিফর্ম পরা অবস্থায়, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, মাইক ওয়াল্টজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি নিশ্চিত, তিনি তার নতুন ভূমিকায়ও তা করবেন।”
এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছিলেন নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক। কিন্তু হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার স্বার্থে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়।
মার্কো রুবিও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউএসএআইডি এবং জাতীয় আর্কাইভের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব যুক্ত হওয়ায় তিনি এখন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী সদস্য হয়ে উঠেছেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে স্থায়ীভাবে কে নিয়োগ পাবেন, তা এখনও স্পষ্ট নয়।