বুধবার, ১৪ই মে, ২০২৫| দুপুর ১:৩৭

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: আকাশসীমা বন্ধে ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া

প্রতিবেদক
staffreporter
মে ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: আকাশসীমা বন্ধে ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: আকাশসীমা বন্ধে ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে একে অপরের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুই দেশ। প্রথমে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়, যার পাল্টা জবাবে একই সিদ্ধান্ত নেয় ভারত। ফলে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, যাদের আকাশপথে চলাচলে এখন বিকল্প ও ব্যয়সাপেক্ষ রুট নিতে বাধ্য হতে হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বিকল্প পথে উড়তে হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানের। এর ফলে জ্বালানি খরচ, ফ্লাইট সময় এবং অন্যান্য পরিচালন ব্যয় বহুগুণে বেড়ে গেছে। এয়ার ইন্ডিয়ার হিসাবে, যদি পরিস্থিতি এইভাবেই চলতে থাকে, তবে প্রতিষ্ঠানটিকে বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার খরচ করতে হবে। এমনকি চীনের আকাশসীমার পাশ ঘেঁষে বিকল্প রুটে যাওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি, তবে সেজন্য প্রয়োজন চীনের অনুমতি, যা নিতে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতে বাড়তি সময় লাগছে এবং এর প্রভাব সরাসরি যাত্রীসেবায় পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত আগামী ২৩ মে পর্যন্ত ভারতের জন্য আকাশসীমা বন্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকে দু’দেশের মধ্যে একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে দেখা গেছে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্ত বন্ধের পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে।

সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে পাকিস্তানের তথ্যমন্ত্রীর এক হুঁশিয়ারি, যেখানে বলা হয়, ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন বলে জানানো হয়। ফলে পাকিস্তান সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এই সামরিক উত্তেজনা শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, অর্থনৈতিকভাবেও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করছে, যার প্রাথমিক ধাক্কা ইতিমধ্যেই পড়েছে বিমান পরিবহন খাতে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত