প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা
বাংলাদেশি পেসার নাহিদ রানা প্রথমবারের মতো পাকিস্তানে পৌঁছেছেন এবং পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হয়ে খেলতে প্রস্তুত। গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে তিনি পেশোয়ারের টিম হোটেলে পৌঁছেছেন। পেশোয়ার জালমি তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে রানা স্বাগত জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’
তবে, রানা পেশোয়ারের স্কোয়াডে যোগ দেওয়ার পরদিনই দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। অনুশীলন ছাড়াই তাকে একাদশে সুযোগ দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। পেশোয়ারের একাদশে জায়গা পাওয়ার জন্য তাকে লড়তে হতে পারে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে। চলতি আসরে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করলেও তার ইকোনমি রেট (৯.১০) খুব ভালো নয়। আর ইংল্যান্ডের পেসার লুক উডও ৩ ম্যাচে ৬.৮১ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন।
নাহিদ রানা পেশোয়ারের হয়ে এই আসরে খেলার জন্য আত্মবিশ্বাসী। ঢাকা ছাড়ার সময় তিনি জানিয়েছেন, “নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।”
এদিকে, পেশোয়ার জালমি ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।