শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২৪

“কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি”: ড. ইউনূস

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
"কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি": ড. ইউনূস

“কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি”: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের উত্তেজনা ও ঐক্যের শক্তি এখনো অটুট রয়েছে। জাতি এখনও সজাগ এবং মজবুত। তিনি নিজেও ঠান্ডা হয়ে যাননি বলে স্পষ্টভাবে জানান।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে ড. ইউনূস এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা সেই জাতি, যারা ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছি। আমাদের ঐক্য এখনো মজবুত আছে। এই ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই। কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি। আমরা আগের সেই পথেই আছি।”

ষড়যন্ত্রকারীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচারমুক্ত করেছি, সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপ আয়োজনের উদ্দেশ্য প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এই সংলাপের মাধ্যমে আমরা সারা দুনিয়াকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ঐক্য মজবুত আছে। এ জাতি মরেনি, দুর্বল হয়নি। সবল আছে।”

বাংলাদেশের স্বাধীনতা ও গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যত ষড়যন্ত্র, যত অপপ্রচারই করা হোক, আমাদের রক্ত এখনও শুকায়নি। দেয়ালের লেখাগুলোও তকতক করছে, আমাদের বুকেও তকতক করছে। আমরা সেই শক্তিমান জাতি, যারা সব সময় লড়াইয়ে প্রস্তুত।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের স্বার্থের প্রশ্নে কোনো ভেদাভেদ নেই। ৫ আগস্টের পর আমরা যে ঐক্যের শক্তি দেখিয়েছি, তা আজও অটুট এবং ভবিষ্যতেও থাকবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি