বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| বিকাল ৩:১৭

এআই ও বিনিয়োগে জোর গুগলের, বিতর্কে কর্মী ছাঁটাই

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৪, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ
এআই ও বিনিয়োগে জোর গুগলের, বিতর্কে কর্মী ছাঁটাই

এআই ও বিনিয়োগে জোর গুগলের, বিতর্কে কর্মী ছাঁটাই

মার্কিন নীতির প্রভাবে যখন একাধিক দেশ নানা রকম চাপে পড়ছে, ঠিক তখনই গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা দিলেন গুগলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথা। চলতি বছরে প্রতিষ্ঠানটি ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে, যার মূল লক্ষ্য গুগলের ডাটা পরিষেবাকে আরও উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে নতুন মাত্রা যোগ করা।

সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল এখন অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাতে চায় না, এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেও নজর দিতে নারাজ তারা। বরং প্রতিষ্ঠানটি এখন নিজস্ব প্রযুক্তিগত উন্নয়নের দিকেই মনোযোগ দিচ্ছে। এআই-কে আরও দক্ষভাবে ব্যবহার করার জন্য গুগল কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের সহায়তা নেবে বলেও জানা গেছে।

তবে গুগলের এই ঘোষণা এসেছে এমন এক সময়, যখন সম্প্রতি তারা বড় সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। অনেকেই ধারণা করেছিলেন, এর ফলে গুগল নতুন করে নিয়োগ দেবে। কিন্তু প্রতিষ্ঠানটি সে পথে হাঁটতে চায় না। বরং গুগল চাইছে এআই ব্যবহার করে কাজের উৎপাদনশীলতা বাড়াতে। এতে করে মানবসম্পদের উপর নির্ভরতা কমিয়ে আনা যাবে বলে তাদের ধারণা।

এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বিতর্ক। অনেকের মতে, গুগল এই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ইচ্ছাকৃতভাবেই বিদেশি কর্মীদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা গুগলে কাজ করতে আসেন। এমনকি গুগল থেকে ছাঁটাই হওয়া কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বড় আকারে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এভাবে কর্মী ছাঁটাই করে গুগল কি তার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবে? প্রযুক্তি জগতে প্রতিটি প্রতিষ্ঠানই বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। সেই প্রবণতা থেকে যে গুগলও আলাদা নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে এই বিনিয়োগ ও কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি