বাংলা ধারাবাহিকের জয়যাত্রা হিন্দি পর্দায়: প্রসেনজিত ও রাজ চক্রবর্তীর নতুন উদ্যোগ
বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়ছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও। সম্প্রতি জানা গেছে, টলিউড অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জি এবার মুম্বাইয়ের হিন্দি ধারাবাহিকে প্রযোজনার কাজে হাত দিচ্ছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে, এবং সেই প্রজেক্টের প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা নিআইডিয়াজ।
এদিকে আরও এক জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীও হিন্দি ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন। তাকে সম্প্রতি গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিওতে শুটিং করতে দেখা গেছে। তিনি পরিচালনা করছেন ধারাবাহিক ‘অনুপমা’-খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়কে।
রাজ চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকটি মূলত বাংলার আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’র হিন্দি সংস্করণ, যার নাম রাখা হয়েছে ‘তু দিল মে ধড়কন’। এটি একটি ধারাবাহিকের মধ্যে আরেকটি ধারাবাহিক—এ ধরনের গল্প বলার ধারা বর্তমানে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিশেষ ধারায় শুটিং করছেন রূপালি গঙ্গোপাধ্যায় ও হিন্দি সংস্করণের শিশুশিল্পী।
‘অনুপমা’ ধারাবাহিক বন্ধ হচ্ছে এমন গুজব অমূলক, বরং এরই মধ্যে একটি নতুন ধারাবাহিকের প্রচার চালানো হচ্ছে—এই নতুন উদ্যোগে কাজ করছেন বাংলা বিনোদন জগতের দুই পরিচিত মুখ, প্রসেনজিত ও রাজ চক্রবর্তী।