ওয়ালটনে সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ, আবেদন করুন ২০ এপ্রিলের মধ্যে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স বিভাগে এই পদে তিনজন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে এবং চলবে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে সার্ভিস জোনের কাজের চাপ বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
পদের ধরন ফুলটাইম এবং নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কর্মরত থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং এর পাশাপাশি থাকবে টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
আগ্রহীরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.waltonhil.com থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সময়মতো আবেদন করে নিতে ভুলবেন না। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৫।