ইসরায়েলি পণ্য বয়কটে মালদ্বীপে জনতার জোরালো প্রতিবাদ
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে ৫৪টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী মালেতে অবস্থিত রাজপানু এলাকায় আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। স্থানীয় জনগণের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত অভিবাসী মুসলিমরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে ফিলিস্তিনি শিশুদের নিহত হওয়ার প্রতীকী ছবি প্রদর্শন করা হয় এবং তাদের প্রতি শোক জানিয়ে আহাজারি করতে দেখা যায় অনেককে। এই আবেগঘন প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তারা মালদ্বীপ সরকারকে অনুরোধ করেন যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া, প্রতিটি সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে একটি ফান্ড কালেকশনের উদ্যোগ গ্রহণ করেছেন। সংগৃহীত অনুদান মালদ্বীপের মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্সের মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। আয়োজকরা জানান, ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে এই প্রচারণায় সবাইকে একযোগে অংশগ্রহণ করতে হবে।