কৃত্রিম বুদ্ধিমত্তায় সৌরভ গাঙ্গুলীর নতুন অবতার, ধোনির প্রশংসায় মুখর প্রাক্তন অধিনায়ক
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর একটি নতুন অবতার তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই এআই অবতার এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটি একসঙ্গে ২০০টি ভাষায় কথা বলতে সক্ষম। প্রযুক্তির এমন অভাবনীয় উৎকর্ষ দেখে বিস্মিত সৌরভ নিজেই।
নতুন অবতারের উদ্বোধনের সময় আয়োজিত এক অনুষ্ঠানে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি নানা বিষয়ে মন্তব্য করেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), মোহনবাগান এবং ভারতের খেলার জগৎ নিয়েও কথা বলেন তিনি। তবে সবচেয়ে বেশি মনোযোগ কাড়ে মাহেন্দ্র সিং ধোনিকে ঘিরে তার বক্তব্য।
ধোনির নেতৃত্বগুণের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ বলেন, “ধোনি যদি খেলেই, তাহলে অধিনায়ক হিসেবেই খেলা উচিত। তার সেরা পারফরম্যান্স আসে নেতৃত্বের মাধ্যমেই।” এ বক্তব্যে ফুটে ওঠে উত্তরসূরি সম্পর্কে তার গভীর শ্রদ্ধা ও আস্থা।
এদিকে, মাঠের পারফরম্যান্সেও আলোচনায় রয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। অনেকে বলছেন, রুতুরাজ গায়কোয়াড় নামমাত্র অধিনায়ক হলেও, প্রকৃত নেতৃত্ব দিচ্ছেন ধোনি নিজেই। পাঞ্জাবের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচেও ‘মাহি মার রাহা হ্যায়’ মেজাজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে দেখা গেছে তাকে।
সৌরভের এমন মন্তব্য ও প্রযুক্তির সঙ্গে তার এই অভিনব সংযোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।