শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২৮

বিশ্ব স্বাস্থ্য দিবসে মালদ্বীপে প্রবাসীদের প্রতি হাইকমিশনারের বার্তা: ‘নিজের যত্ন নিন, সুস্থ থাকুন’

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৮, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য দিবসে মালদ্বীপে প্রবাসীদের প্রতি হাইকমিশনারের বার্তা: 'নিজের যত্ন নিন, সুস্থ থাকুন'

বিশ্ব স্বাস্থ্য দিবসে মালদ্বীপে প্রবাসীদের প্রতি হাইকমিশনারের বার্তা: ‘নিজের যত্ন নিন, সুস্থ থাকুন’

সুস্থ পরিবারই একটি সমাজের মূল ভিত্তি। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য। এই ভাবনাকে সামনে রেখে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় হাইকমিশনার বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রমে প্রেরিত রেমিট্যান্স দেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই মানবসম্পদকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যসচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় নিজেদের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে প্রতিটি মানুষ নিরাপদ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।’

বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। হাইকমিশনার জানান, প্রবাসীরা বছরে একবার ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ সাধারণ চেকআপের খরচ এই ইন্স্যুরেন্সের আওতায় পড়ে। তাই নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন অভ্যাসগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

প্রবাসী চিকিৎসকরাও দিবসটি উপলক্ষে একই পরামর্শ দিয়েছেন। তাদের মতে, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা অনুসরণ করলে একজন মানুষ তার জীবনে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করতে পারেন। তারা প্রবাসীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেন এবং পরিমিত ঘুম, পুষ্টিকর খাদ্য ও মানসিক প্রশান্তি বজায় রাখার আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য দিবসে এমন বার্তা প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি