শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২০

ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ-সালমানের ঝগড়া, বলিউডে হইচই

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৩, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ-সালমানের ঝগড়া, বলিউডে হইচই

ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ-সালমানের ঝগড়া, বলিউডে হইচই

বলিউডের দুই মহাতারকা শাহরুখ খান ও সালমান খানের মধ্যে একসময়ের বন্ধুত্ব ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তুমুল বিবাদে রূপ নেয়। ২০০৮ সালে ঘটে যাওয়া এই ঘটনা সেদিন শিরোনামে পরিণত হয়েছিল। সূত্রের খবর, ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্বে মদ্যপানের পর সালমান শাহরুখের প্রতি কটূ মন্তব্য করতে থাকেন। শাহরুখ তখন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শো-এর সঞ্চালক ছিলেন, আর সালমান তার আসন্ন ছবিতে শাহরুখের ক্যামিও প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করে তাকে বিদ্রূপ করেন।

নেশার ঘোরে সালমান শাহরুখের ‘ওম শান্তি ওম’-এ তার ক্যামিও চরিত্রের কথা তুলে ধরে কথার লড়াই আরও তীব্র করেন। শাহরুখও চুপ থাকেননি, সালমানের শো ‘দাস কা দাম’-এর উল্লেখ করে পাল্টা জবাব দেন। পার্টিতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে সালমান শাহরুখকে ঘুসি মারার হুমকি দেন। এমনকি গৌরী খান বিরক্ত হয়ে পার্টি ত্যাগ করতে চাইলে সালমান তাকে উত্তেজিত করে বলেন, ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ শাহরুখ তখন জবাব দেন, তিনি সালমানকে তার নিজের পার্টিতেই শায়েস্তা করবেন।

এই ঘটনায় অতিথিরা জানান, সালমান ক্যাটরিনা ও ঐশ্বরিয়ার সঙ্গে শাহরুখের কাজ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। নেশার ঘোরে তিনি ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন এবং নিজেকে ‘আসল খান’ বলে দাবি করেন। আমির খান এসে পরিস্থিতি সামাল দেন এবং শাহরুখকে পার্টি ছাড়তে বাধা দেন। তবে এই ঘটনার পর দুজনের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব আবার ফিরে এসেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি