শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২০

‘সিকান্দার’ মুক্তির আগে অনলাইনে ফাঁস, বিপাকে সালমান খান

প্রতিবেদক
staffreporter
মার্চ ৩০, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
‘সিকান্দার’ মুক্তির আগে অনলাইনে ফাঁস, বিপাকে সালমান খান

‘সিকান্দার’ মুক্তির আগে অনলাইনে ফাঁস, বিপাকে সালমান খান

বলিউডের সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল। প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন ভাইজান, আর দ্বিতীয় ঝলকে তার আরও দুর্ধর্ষ রূপ দেখা গেছে। ঈদের বিশেষ উপলক্ষ্যে শুক্রবারের পরিবর্তে আজই (রোববার) সিনেমাটি মুক্তির জন্য নির্ধারিত হয়েছিল।

কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেলো সালমান খান ও তার টিম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ‘সিকান্দার’ ফাঁস হয়ে গেছে। ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকি টেলিগ্রামের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে পড়েছে সিনেমার ডাউনলোড লিংক।

এটি সালমান খানের মেগা বাজেটের ছবি, যা মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছিল। বিশ্লেষকদের ধারণা ছিল, ছবিটি ‘মেগা ওপেনিং’ করবে এবং বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে। তবে সিনেমা ফাঁস হওয়ায় এখন এর ব্যবসায়িক সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এর আগে অনেক বলিউড ছবিই পাইরেসির শিকার হয়েছিল, কিন্তু ‘সিকান্দার’-এর মতো বড় প্রজেক্টের ক্ষেত্রে এটি বড় ধাক্কা। এখনও পর্যন্ত সালমান খান বা টিম সিকান্দারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘ বিরতির পর এআর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় বড় পর্দায় ফিরেছেন সালমান খান। সিনেমাটি নিয়ে তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং বলেছেন, এটি ২০০ কোটির বেশি ব্যবসা করবে। সিনেমায় তার বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা। তবে পাইরেসির ধাক্কা কাটিয়ে ছবিটি প্রত্যাশিত সাফল্য পেতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি