আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম রাইসুল ইসলাম (১৯), যার বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে।
সোমবার (১৭ মার্চ) আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়ার ১১ নম্বর শিল্প এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় চাচা, প্রবাসী আবুল বাশর।
চাচার দেওয়া তথ্য অনুযায়ী, জর্ডান প্রবাসী মারজানা আক্তার মায়া (২৮) নামে এক বাংলাদেশি নারীর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় রাইসুলের। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া দুই সন্তানের জননী মায়ার বাড়িও নোয়াখালীতে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
সোমবার সেহেরি খাওয়ার পর কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাইসুল। এ সময় টিকটক লাইভে ওই নারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর লাইভেই গলায় ফাঁস দেন রাইসুল।
প্রবাসী সাংবাদিক সনজিৎ শীল জানান, পাশের রুম থেকে লোকজন ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে তার চাচাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে ভিজিট ভিসায় আমিরাতে আসেন রাইসুল। পরে এক বাংলাদেশি প্রবাসীর লাইসেন্সের ভিসায় বাইরে কাজের অনুমতিপত্র নিয়ে তার চাচার সঙ্গে ঢালাইয়ের কাজ করতেন। তিনি ছিলেন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।
বর্তমানে তার মরদেহ বানিয়াস মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।