শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২২

আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

প্রতিবেদক
staffreporter
মার্চ ২০, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

আবুধাবিতে টিকটক লাইভে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বাংলাদেশি তরুণ টিকটক লাইভে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম রাইসুল ইসলাম (১৯), যার বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে।

সোমবার (১৭ মার্চ) আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়ার ১১ নম্বর শিল্প এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় চাচা, প্রবাসী আবুল বাশর।

চাচার দেওয়া তথ্য অনুযায়ী, জর্ডান প্রবাসী মারজানা আক্তার মায়া (২৮) নামে এক বাংলাদেশি নারীর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় রাইসুলের। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া দুই সন্তানের জননী মায়ার বাড়িও নোয়াখালীতে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

সোমবার সেহেরি খাওয়ার পর কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাইসুল। এ সময় টিকটক লাইভে ওই নারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর লাইভেই গলায় ফাঁস দেন রাইসুল।

প্রবাসী সাংবাদিক সনজিৎ শীল জানান, পাশের রুম থেকে লোকজন ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে তার চাচাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ভিজিট ভিসায় আমিরাতে আসেন রাইসুল। পরে এক বাংলাদেশি প্রবাসীর লাইসেন্সের ভিসায় বাইরে কাজের অনুমতিপত্র নিয়ে তার চাচার সঙ্গে ঢালাইয়ের কাজ করতেন। তিনি ছিলেন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়।

বর্তমানে তার মরদেহ বানিয়াস মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

এসিআইতে সেলস/মার্কেটিং অফিসার পদে নিয়োগ: আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

ভুটানে চালু হলো স্টারলিংক, বাংলাদেশেও আসছে শিগগিরই!

ভুটানে চালু হলো স্টারলিংক, বাংলাদেশেও আসছে শিগগিরই!

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব: ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চাইছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব: ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চাইছে যুক্তরাষ্ট্র

বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হবে: মামুনুল হক

বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হবে: মামুনুল হক

বাইডেনসহ বেশ কয়েক জনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

বাইডেনসহ বেশ কয়েক জনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

স্বাস্থ্য অধিদপ্তরে ‘অস্বাভাবিক’ বদলি

স্বাস্থ্য অধিদপ্তরে ‘অস্বাভাবিক’ বদলি

এ গ্রুপ থেকে বিদায়, বি গ্রুপে জমজমাট লড়াই

এ গ্রুপ থেকে বিদায়, বি গ্রুপে জমজমাট লড়াই

ডাকসু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে: উত্তেজনা, মতপার্থক্য এবং দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলির মধ্যে মতপার্থক্য এবং উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির ফেব্রুয়ারির মধ্যে ভোটের দাবি জানালেও ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন তাদের অবস্থান থেকে নির্বাচন সংস্কারের পরেই ভোট আয়োজনের পক্ষপাতী। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। ধারাবাহিক আন্দোলন এবং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছিল। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহম সোমবার (১৩ জানুয়ারি) সময় সংবাদকে জানান, "ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন একটি গ্রহণযোগ্য সময়, তবে নির্বাচন কার্যকরভাবে আয়োজন করতে হলে গঠনতন্ত্র সংস্কার করা জরুরি। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।" তবে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে। ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন গঠনতন্ত্র সংস্কারের পরেই নির্বাচন চায়। ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "ছাত্রলীগের সুবিধার্থে গঠনতন্ত্রে যে বিধান যোগ করা হয়েছিল, তার ভিত্তিতে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহা অভিযোগ করেন, "ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকরা এখনো হল পর্যায়ে অবস্থান করছে।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি শক্তিশালী হোক, নতুন করে ক্ষমতার রাজনীতি না হয়ে থাকুক।" ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবি জানান এবং বলেন, "নির্বাচনের প্রক্রিয়া এবং গঠনতন্ত্র সংস্কার একসঙ্গে চলতে পারে।" ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তবে এরপর নির্বাচন আয়োজনে আর কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে: উত্তেজনা, মতপার্থক্য এবং দাবি

সাইফ আলি খানের বাসায় হামলার রাতে তৈমুরের সাহসিকতা

সাইফ আলি খানের বাসায় হামলার রাতে তৈমুরের সাহসিকতা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: স্ট্যাটাসে মিউজিক অ্যাড করার সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: স্ট্যাটাসে মিউজিক অ্যাড করার সুবিধা