শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:১৫

বিয়ে নিয়ে প্রভাসের ধোঁয়াশা: কি সালমানের পথেই হাঁটছেন?

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৮, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
বিয়ে নিয়ে প্রভাসের ধোঁয়াশা: কি সালমানের পথেই হাঁটছেন?

বিয়ে নিয়ে প্রভাসের ধোঁয়াশা: কি সালমানের পথেই হাঁটছেন?

দক্ষিণী অভিনেতা প্রভাসের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছর ধরে একাধিক গুঞ্জন চলছে। ‘বাহুবলী’ ছবির পর থেকেই তার নাম জড়িয়েছে অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে। এমনকি শোনা গেছে, তিনি অনুষ্কাকেই বিয়ে করবেন। তবে দশ বছর পেরিয়ে গেলেও তেমন কিছু ঘটেনি। শুধু অনুষ্কা নয়, ‘আদিপুরুষ’ ছবির শুটিং চলাকালীন প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের নামও জড়িয়েছে। কিন্তু ছবির বক্স অফিসের ব্যর্থতার সাথে সেই গুঞ্জনও থেমে গেছে।

প্রভাস বর্তমানে চল্লিশে পা দিয়েছেন এবং তার মা নাকি ছেলের বিয়ে নিয়ে চিন্তিত। তবে, প্রভাস মনের মতো কাউকে খুঁজে পাননি, যাকে তিনি ‘স্বপ্নসুন্দরী’ মনে করবেন। তিনি মজা করেই বলেছেন, ‘‘আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্ক জড়িয়ে পড়েছি।’’

এছাড়া, প্রভাস জানিয়েছেন, বিয়ে করার ক্ষেত্রে তার কাছে কোন বিশেষ ধারণা নেই, এবং তিনি কী ধরনের মানুষের সাথে বিয়ে করবেন তাও স্পষ্ট নয়। তবে, তার এই মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন—তাহলে কি সালমান খানের মতোই প্রভাসও বিয়ে না করার সিদ্ধান্ত নেবেন?

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি