শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১১

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান: রায় স্থগিতের আবেদন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ, সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানান। তিনি বলেন, আবেদনটি আগামী রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের কার্যতালিকায় উঠবে এবং তা শুনানি হবে।

২০২০ সালের ১০ মার্চ, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। বাংলায় দেওয়া রায়ের অংশ হিসেবে আদালত বলেছিলেন, “আমরা ঘোষণা করছি যে, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।”

২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায়টি দেওয়া হয়। পরবর্তীতে, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি