শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৭

ক্রোম এক্সটেনশনের মাধ্যমে সাইবার হুমকি, সতর্ক থাকার পরামর্শ

প্রতিবেদক
staffreporter
মার্চ ৪, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
ক্রোম এক্সটেনশনের মাধ্যমে সাইবার হুমকি, সতর্ক থাকার পরামর্শ

ক্রোম এক্সটেনশনের মাধ্যমে সাইবার হুমকি, সতর্ক থাকার পরামর্শ

ক্রোম ব্রাউজারে অতিরিক্ত সুবিধা পেতে অনেক ব্যবহারকারী এক্সটেনশন ব্যবহার করেন। তবে সাইবার অপরাধীরা এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষতিকর এক্সটেনশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, অনুমোদনহীন বিজ্ঞাপন প্রদর্শন এবং সার্চ ইঞ্জিন জালিয়াতির মতো কার্যক্রম চালাচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্স জানিয়েছে, অন্তত ৩২ লাখ ব্যবহারকারী এমন ঝুঁকিতে পড়েছেন।

গিটল্যাব জানায়, একদল সংঘবদ্ধ হ্যাকার ক্রোম ব্রাউজারের বেশ কিছু এক্সটেনশনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের ব্রাউজার থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে, ওয়েব ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং বিজ্ঞাপন চালাচ্ছে।

ঝুঁকিপূর্ণ এক্সটেনশনের তালিকা:

  • ব্লিপশট
  • ইমোজিস (ইমোজি কি–বোর্ড)
  • কালার চেঞ্জার ফর ইউটিউব
  • ভিডিও ইফেক্টস ফর ইউটিউব অ্যান্ড অডিও এনহ্যান্সার
  • থিমস ফর ক্রোম অ্যান্ড ইউটিউব
  • পিকচার-ইন-পিকচার
  • মাইক অ্যাডব্লক ফর ক্রোম
  • সুপার ডার্ক মোড
  • অ্যাডব্লকার ফর ক্রোম (নোঅ্যাডস)
  • অ্যাডব্লক ফর ইউ
  • নিম্বল ক্যাপচার
  • কে-প্রক্সি
  • পেজ রিফ্রেশ
  • উইস্টিয়া ভিডিও ডাউনলোডার
  • ডব্লিউএ টুলকিট

গুগল ইতোমধ্যে এসব এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে ফেলেছে, তবে যাদের ব্রাউজারে এগুলো ইনস্টল রয়েছে, তাদের নিজ থেকে দ্রুত মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কম্পিউটার নিরাপদ রাখতে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্রাউজার এক্সটেনশন ব্যবহারের আগে তা সম্পর্কে ভালোভাবে জানা এবং ব্যবহারকারীদের মতামত যাচাই করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি