সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে প্রতুল মুখোপাধ্যায়
প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, অন্ত্রের অপারেশনের পর তার হার্ট অ্যাটাক হয়, যার ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এছাড়া, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে তার অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিল্পী বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় আছেন এবং নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন।
তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। ইতোমধ্যে চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে তার জনপ্রিয় গান ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে শোনান প্রতুল মুখোপাধ্যায়। তবে সপ্তাহখানেক আগে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয় এবং পরে হার্ট অ্যাটাক ধরা পড়ে। পরে তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তার ফুসফুসে সংক্রমণও শনাক্ত করেন। তবে এটি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি মিশ্র সংক্রমণের কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা তাকে কড়া অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তবে এখনো তাতে আশানুরূপ সাড়া মিলছে না।