মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ১২:৩৪

ট্রাম্পের শুল্কারোপের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের অভিযোগ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
ট্রাম্পের শুল্কারোপের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের অভিযোগ

ট্রাম্পের শুল্কারোপের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্কের বিরোধিতা করে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে চীন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দায়েরকৃত এই অভিযোগে বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির এই পদক্ষেপ ডব্লিউটিও-এর নিয়ম লঙ্ঘন করছে।

চীনের অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফেন্টানিল ও এর রাসায়নিক উপাদানের প্রবাহ বন্ধের অজুহাতে এ শুল্ক আরোপ করেছে, যা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি, চীনা পণ্যের ওপর এককভাবে এই শুল্ক আরোপ করায় এটি আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থি বলে দাবি করেছে বেইজিং।

শুল্কারোপ ছাড়াও, ওয়াশিংটন ৮০০ ডলারের কম মূল্যের আমদানি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা বাতিল করেছে। ফলে শিন, টেমু ও আমাজনের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ধাক্কা খাবে। নতুন নিয়ম অনুযায়ী, চীন ও হংকং থেকে আসা প্রতিটি ছোট প্যাকেজের জন্য আগেই শুল্ক নথি দাখিল করতে হবে, নতুবা কিছু চালান ফেরত পাঠানো হতে পারে।

চীনের এই অভিযোগের পর ডব্লিউটিওতে আনুষ্ঠানিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হবে, যা ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বৈধতা নিয়ে সিদ্ধান্ত দিতে পারে। তবে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডব্লিউটিও-র আপিল বোর্ডকে অকার্যকর করে রেখেছে, ফলে ২০২০ সালের মতো এবারও চীনের পক্ষে কার্যকর কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ