অমিতাভ বচ্চনের রূপচর্চার রহস্য ফাঁস!
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও নতুন প্রজন্মের নায়কদের টেক্কা দিচ্ছেন স্টাইল ও ফুরফুরে মেজাজে। তাঁর নারী ভক্তদের সংখ্যাও ঈর্ষণীয়। সেটির প্রমাণ আবারও মিলল কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে।
সম্প্রতি শোয়ের এক তরুণী প্রতিযোগী অমিতাভের ঝকঝকে ত্বকের প্রশংসা করে জানতে চান, তিনি কোন ময়েশ্চারাইজার ব্যবহার করেন। প্রশ্ন শুনে প্রথমে অবাক হয়ে যান বিগ বি। এরপর হেসে জানান, তিনি কখনো ময়েশ্চারাইজার ব্যবহার করেননি, এমনকি এই শব্দ উচ্চারণ করতেও তাঁর কষ্ট হয়। ছোটবেলা থেকেই তিনি শুধু সরিষার তেল ব্যবহার করেন, সেটিই তাঁর একমাত্র রূপচর্চা।
কৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীদের সঙ্গে রসিকতা করা অমিতাভের অভ্যাস। মাঝে মাঝে নারী অনুরাগীদের কাছ থেকে প্রেমের প্রস্তাবও পান তিনি। তবে এবার রূপচর্চা নিয়ে আলোচনা করতে হবে, সেটি হয়তো কল্পনাতেও আসেনি বলিউড কিংবদন্তির!
মন্তব্য করুন