শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:০৩

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার জয়

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার জয়

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার জয়

ইউর্গেন ক্লপের শূন্যতা পূরণের বিশাল দায়িত্ব নিয়ে লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট ফুটবলে এনেছেন ধীরগতির ফ্লুইড মোশনের নতুন ঘরানা। গত ৯ বছর ক্লপের অধীনে আক্রমণাত্মক কাউন্টারেপ্রেসিং ফুটবলে খেলা লিভারপুল নতুন মৌসুমে স্লটের অধীনে দুর্দান্তভাবে সফল। এই নতুন ধারায় লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

গতকাল রাতে অ্যানফিল্ডে লিলের বিপক্ষে ম্যাচে ২–১ গোলে জয় তুলে নেয় লিভারপুল। যদিও ১০ জনের দলকে পেয়েও জয় সহজ ছিল না। এই জয়ে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছেন। তিনি মাত্র দ্বিতীয় কোচ হিসেবে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম সাত ম্যাচেই জয়ী হয়েছেন। এর আগে বায়ার্ন মিউনিখের হ্যান্সি ফ্লিক এই রেকর্ড গড়েছিলেন।

ঘরের মাঠে বলের পজেশন ধরে রেখে উপভোগ্য খেলা উপহার দেয় লিভারপুল। ৩৪ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় তারা। ৫৯ মিনিটে লিলের আইসা মান্দি লাল কার্ড দেখলেও লিল সমতা ফেরায় ৬২ মিনিটে জোনাথন ডেভিডের গোলে। তবে ৬৭ মিনিটে হার্ভি এলিয়টের বদলি গোল লিভারপুলকে প্রত্যাশিত জয় এনে দেয়।

এই জয় চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে ইংলিশ ক্লাব হিসেবেও একটি বিশেষ রেকর্ড গড়তে সাহায্য করেছে। এটি ছিল লিভারপুলের প্রথম সাত ম্যাচের টানা জয়। এর আগে ইয়ুর্গেন ক্লপের ২০২১–২২ মৌসুমের লিভারপুল ও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি একই কীর্তি গড়েছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি