বুধবার, ১২ই মার্চ, ২০২৫| সকাল ৭:২৯

১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ১৪ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন আয়োজন করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এ সম্মেলনে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্যরা সরাসরি অংশ নিয়েছেন। এটি ১৫ বছরের অধিক সময় ধরে আওয়ামী লীগের শাসনের পর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত প্রথম সম্মেলন।

এ সম্মেলনে ২০২৫ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যান এলাকাটি বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্থান থেকে সদস্যরা আনন্দ-উৎসাহ নিয়ে উপস্থিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সম্মেলন দুটি সেশনে অনুষ্ঠিত হবে: প্রথম সেশনটি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্তভাবে এবং দ্বিতীয় সেশনটি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশনের আকারে হবে।

এদিকে, শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি থাকলেও ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের সম্মেলন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশের মধ্যে কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ জানিয়েছেন, তাদের সম্মেলনটি আগে থেকেই ঘোষিত এবং কর্মসূচি অনুযায়ী এটি সম্পন্ন হবে। তিনি বলেন, “সম্মেলনে শুধুমাত্র সংগঠনের সদস্যরা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন, এবং অন্যান্য কর্মী বা সমর্থকরা এ সম্মেলনে অংশ নেবেন না।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ