শনিবার, ১৭ই মে, ২০২৫| সন্ধ্যা ৬:১০

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে টানা কলমবিরতিতে রাজস্ব খাতে অচলাবস্থা

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে টানা কলমবিরতিতে রাজস্ব খাতে অচলাবস্থা

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে টানা কলমবিরতিতে রাজস্ব খাতে অচলাবস্থা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে রাজস্ব খাতে চলছে লাগাতার কলমবিরতি। বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ দেশের প্রায় সব কাস্টম হাউস, কর ও ভ্যাট অফিসে কার্যত অচলাবস্থা বিরাজ করেছে। ফলে আমদানি-বাণিজ্যসহ রাজস্ব আদায়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়সহ বিমানবন্দর কাস্টমস, কর অঞ্চল-২, ১০, ১৬ ও ২৪, মুন্সিগঞ্জসহ আশপাশের কর ও ভ্যাট কার্যালয়গুলো বন্ধ ছিল। চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়।

বেনাপোল স্থলবন্দরেও দেখা যায় একই চিত্র। কলমবিরতির কারণে দুপুর পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে প্রায় ৪৫০টি ট্রাক। বেলা ৩টার পর কিছু কার্যক্রম শুরু হলেও সারাদিন আমদানি-রফতানি কার্যত বন্ধই ছিল।

এদিকে, কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানায়—রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ, এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার সংস্কার। পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটির সমন্বয়ে শনিবার অফিস খোলা থাকলেও কর্মসূচি অব্যাহত থাকবে এবং এরপর নতুন কর্মসূচির ঘোষণা আসবে।

চট্টগ্রামে কর্মবিরতির পাশাপাশি সকাল থেকে কনটেইনারবাহী যানচালক ও শ্রমিকরাও পণ্য পরিবহন বন্ধ রাখেন। বিকাল সাড়ে ৪টায় পুলিশের সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করলে সন্ধ্যার পর কনটেইনার চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

এনবিআর বিলুপ্ত করে সরকার সম্প্রতি ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ গঠন করেছে। এর প্রতিবাদেই রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার থেকে কলমবিরতিতে যান। তবে বাজেট প্রক্রিয়া, রফতানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

এই আন্দোলনের ফলে দেশের আমদানি-বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি