ভারত-পাকিস্তান উত্তেজনা ‘আমাদের কোনও বিষয় নয়’ : মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। হামলা ও পাল্টা হামলার মাধ্যমে বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। এমন এক সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্বে তারা সরাসরি জড়াবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, “এটি মূলত আমাদের কোনও বিষয় নয়।”
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ তথ্য জানিয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, “আমরা চাই উত্তেজনা হ্রাস পাক এবং সে জন্য কিছু উৎসাহ দেওয়া যেতে পারে, কিন্তু এটা এমন এক ধরনের যুদ্ধ যেখানে আমাদের কোনও স্বার্থ জড়িত নয় এবং নিয়ন্ত্রণও নেই। তাই এতে জড়ানোর প্রশ্নই আসে না।”
ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক সংঘাত থেকে নিজেকে দূরে রাখতে এবং এই পরিস্থিতির দিকে কেবল পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে। তার মতে, উত্তেজনা কমানো ছাড়া এই সংঘাতের সরাসরি কোনও অংশ হওয়ার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।
এদিকে এর আগেও একই ধরনের শান্তির আহ্বান জানিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক এবং এই সংঘাতের অবসান ঘটাক।” হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের হামলার প্রতিক্রিয়ায় বলেছিলেন, “এটি লজ্জাজনক।” তিনি আশা প্রকাশ করেন, “যেহেতু উভয় দেশই পারমাণবিক শক্তিধর, তাই সংঘর্ষ খুব দ্রুত শেষ হবে।”
এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় যুদ্ধের শঙ্কা ঘনীভূত হলেও যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ভূমিকাকে সীমিত রাখার ইঙ্গিত দিয়েছে। এখন আন্তর্জাতিক মহল অপেক্ষা করছে, দুই দেশের মধ্যে উত্তেজনা কি শান্তিপূর্ণ আলোচনার পথে গড়ায়, নাকি আরও বড় ধরনের সংঘাতে রূপ নেয়।