বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫| সকাল ৬:১৫

চিকিৎসা ব্যয়ে বছরে ৫০ লাখ মানুষ গরিব হচ্ছেন: বিএমইউ উপাচার্য

প্রতিবেদক
staffreporter
মে ৫, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
চিকিৎসা ব্যয়ে বছরে ৫০ লাখ মানুষ গরিব হচ্ছেন: বিএমইউ উপাচার্য

চিকিৎসা ব্যয়ে বছরে ৫০ লাখ মানুষ গরিব হচ্ছেন: বিএমইউ উপাচার্য

বাংলাদেশে চিকিৎসা ব্যয় কমানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি জানান, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশের প্রায় ৫০ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যের চক্রে পড়ে যাচ্ছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস (বিএসএনএস)-এর তিনদিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তী সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক একটি গবেষণার বরাত দিয়ে জানান, দেশের এক শতাংশ সার্জারি রোগী চিকিৎসার টাকা জোগাড় করতে ভিক্ষা করতে বাধ্য হন এবং ১২ শতাংশ রোগী চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করেন, যা তারা পরবর্তীতে শোধ করতে পারেন না এবং অনেক সময় সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় রোগীর সংখ্যাও প্রচুর। উন্নত অনেক দেশের মতো আধুনিক যন্ত্রপাতি থাকলেও সেখানে রোগীর সংখ্যা কম। ফলে আমাদের দেশের প্রেক্ষাপটে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, দেশের চিকিৎসকরা আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিউরো সার্জারিসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অগ্রগতি অর্জন করছেন। সরকারও চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তিনদিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের পক্ষ থেকে বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন এবং অ্যান্ডো ভাস্কুলার সিমুলেশনসহ নানা কর্মশালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএনএসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান, অর্ন্তবর্তী সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি ৩০০ জনের বেশি নিউরো সার্জন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সিরিয়ায় ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল

হুতি নেতৃত্বের শিরশ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের

হুতি নেতৃত্বের শিরশ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের

কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

আজকের নামাজের সময়সূচি (৭ মে, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৮ ফেব্রুয়ারি, ২০২৫)

আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ৪৪ জনের নিয়োগ, আবেদন শুরু ২৩ এপ্রিল

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ৪৪ জনের নিয়োগ, আবেদন শুরু ২৩ এপ্রিল

আজকের আবহাওয়া (৭ মে, ২০২৫)

আজকের আবহাওয়া (২৭ জানুয়ারি, ২০২৫)

ই-মেইলের জবাব না দেওয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের

ই-মেইলের জবাব না দেওয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত আরও ৪০

২০৩৯ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ড, সুইডেনকে ছাড়িয়ে যাবে

২০৩৯ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ড, সুইডেনকে ছাড়িয়ে যাবে