বুধবার, ১৪ই মে, ২০২৫| ভোর ৫:৩০

বিসিবি নির্বাচন সামনে, যোগ্য ব্যক্তিকে নির্বাচনের পক্ষে তামিম

প্রতিবেদক
staffreporter
মে ৩, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
বিসিবি নির্বাচন সামনে, যোগ্য ব্যক্তিকে নির্বাচনের পক্ষে তামিম

বিসিবি নির্বাচন সামনে, যোগ্য ব্যক্তিকে নির্বাচনের পক্ষে তামিম

চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ উপলক্ষে দেশের ক্রিকেট কাঠামো ও নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বোর্ডে এমন ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যারা ক্রিকেট সম্পর্কে মৌলিক ধারণা রাখেন এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে উন্নয়নে কাজ করতে সক্ষম।

শনিবার জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তামিম বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব— যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

তিনি অতীতের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ‘অতীতে আমি অনেকবার দেখেছি, কেউ যখন জেলা বা বিভাগ থেকে ক্রিকেট বোর্ডে আসেন, পরবর্তীতে তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান এবং জেলা-বিভাগকে ভুলে যান।’

তামিম আরও বলেন, ‘আমি কিছুদিন আগে বরিশালসহ অনেক জেলায় গিয়েছি। সেখানে দেখেছি, স্ট্যান্ডার্ড মানের একটি ক্রিকেট লিগ পর্যন্ত হয় না। অথচ ক্রিকেটকে আমরা দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে দাবি করি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়— কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটের উন্নতি না করে, তাহলে তার ক্রিকেট বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই।’

দেশের ক্রিকেটে পরিবর্তন আনার জন্য তামিমের এই মন্তব্যকে ক্রিকেটপ্রেমীরা গুরুত্বের সঙ্গে দেখছেন। বিসিবি নির্বাচন ঘিরে ভবিষ্যৎ নেতৃত্বে জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের ভূমিকা তাই এবার আলাদাভাবে মূল্যায়িত হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত