মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৩

বিশ্বে প্রথমবার ১০জি নেটওয়ার্ক চালু করলো চীন: ইন্টারনেটের নতুন যুগের সূচনা

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৯, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
বিশ্বে প্রথমবার ১০জি নেটওয়ার্ক চালু করলো চীন: ইন্টারনেটের নতুন যুগের সূচনা

বিশ্বে প্রথমবার ১০জি নেটওয়ার্ক চালু করলো চীন: ইন্টারনেটের নতুন যুগের সূচনা

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০জি নেটওয়ার্ক চালু করে ইন্টারনেট ব্যবহারে এক নতুন বিপ্লবের সূচনা করলো চীন। দেশটির শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াই এবং মোবাইল অপারেটর চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই যুগান্তকারী সেবা চালু হয়েছে প্রাথমিকভাবে হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে।

১০জি নেটওয়ার্ক বলতে এখানে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট গতিতে ডেটা আদান-প্রদানের সক্ষমতাকে বোঝানো হচ্ছে। পরীক্ষামূলক পর্যায়ে এই নেটওয়ার্কের গতি ৯ হাজার ৮৩৪ এমবিপিএস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা বর্তমান ইন্টারনেট ব্যবস্থার তুলনায় অভাবনীয়। অত্যাধুনিক ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই নেটওয়ার্ক, বিদ্যমান ফাইবার অপটিক নেটওয়ার্কের তুলনায় অনেক দ্রুত ডেটা পরিবহনে সক্ষম।

‘ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নেটওয়ার্কে আপলোড স্পিড ১ হাজার ৮ এমবিপিএস এবং নেটওয়ার্ক ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ড। এর ফলে বড় আকারের কোনো ফাইল বা সিনেমা একেবারে চোখের পলকেই ডাউনলোড করা যাবে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, যেখানে প্রচলিত ১ জিবিপিএস সংযোগে ২০ জিবির একটি সিনেমা ডাউনলোড করতে ৭-১০ মিনিট সময় লাগে, সেখানে ১০জি নেটওয়ার্কে তা মাত্র ২০ সেকেন্ডেরও কম সময়ে সম্পন্ন হবে।

বিশেষজ্ঞদের মতে, ১০জি নেটওয়ার্ক শুধু দ্রুতগতির ইন্টারনেটই নয়, বরং হাই রেজোলিউশনের ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল রিয়্যালিটি (VR) এবং অগমেন্টেড রিয়্যালিটির (AR) মতো উচ্চ ব্যান্ডউইথ নির্ভর প্রযুক্তির জন্যও এক নতুন দিগন্ত খুলে দেবে। চীনের এই প্রযুক্তিগত সাফল্য ইন্টারনেট ব্যবহারের বর্তমান ধারণাকে আমূল বদলে দিতে পারে এবং বিশ্বজুড়ে আগামী দিনের ডিজিটাল উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি