রেফারি নিয়ে দ্বন্দ্বে উত্তপ্ত রিয়াল, কোপা দেল রে ফাইনাল বয়কটের ভাবনা
কোপা দেল রে ফাইনালের আগে উত্তেজনা ছড়িয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। নির্ধারিত অনুশীলনে অনুপস্থিত থাকার পাশাপাশি বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলনসহ যাবতীয় আনুষ্ঠানিকতা। ফলে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের অংশগ্রহণ নিয়েই প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে, ম্যাচটি বয়কটও করতে পারে ক্লাবটি।
ঘটনার সূত্রপাত হয়েছে ফাইনালের রেফারি রিকার্ডো ডি বারগোসের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। মাদ্রিদভিত্তিক একটি টিভি চ্যানেল এক প্রশ্নে উল্লেখ করে, তার অধীনে বার্সেলোনা অধিক সুবিধা পায়। এমন প্রশ্নে আবেগপ্রবণ হয়ে সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো এবং জানান, রিয়াল মাদ্রিদকে নিয়ে তার ব্যক্তিগত জীবনে কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
এই আবেগঘন প্রতিক্রিয়ার পরপরই স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আরএফইএফ) কাছে রেফারি পরিবর্তনের আবেদন জানায় রিয়াল মাদ্রিদ। কিন্তু আরএফইএফ জানিয়ে দেয়, ফাইনালের রেফারি পরিবর্তন করা সম্ভব নয়। তাদের বক্তব্য, এমন সিদ্ধান্ত নিলে তা রেফারিং কমিটিতে দলের হস্তক্ষেপ প্রমাণ করবে।
এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটি ক্ষোভে ফাইনালের আগের অনুশীলন বয়কট করেছে এবং সংবাদ সম্মেলনেও অনুপস্থিত থেকেছে। স্পেনের প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফাইনাল ম্যাচ বয়কট করার চিন্তা করছে।
বিশ্বস্ত ক্রীড়া সংবাদমাধ্যম রেলেভো স্পোর্টস জানায়, এমন উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে খুব শিগগিরই একটি অফিসিয়াল বিবৃতি আসতে পারে। ক্লাবটির আইনজীবীরা বর্তমানে সেই বিবৃতির প্রস্তুতি নিচ্ছেন।